আমরা এবং ঈশ্বরের মিলমিশ
অতঃপর ......
আমাদের সন্দেহের লেস্মাত্রার সীমা ছাড়িয়ে নিকষ দুপুর ,তোমাকে এনে দিলো আমার পদলতলের সীমান্তে ...সমস্থ পোষ্ট মর্ডেমের শেষাংকে আমরা পৈতৃক সূত্রে দখল করে নিলাম শব্দের চূড়ান্ত ঘর ।
আমদের দেয়া হল নির্বাসনে যুগান্তকারী অন্ধকারে ।আমরা উপবাসে সংরক্ষণ করি চেতনার অজস্র বাসনকোসন ...শত নাভিমূলের সৌরভে আমরা খুঁজে নেই বিড়ালী দৃষ্টি ...শকুন চোখে দেখে নেই আশেপাশের জঞ্জাল মৃত লাশের স্তুপ।..আমাদের আবাসন গড়ে কবর বাড়িতে ।
রোদের বাক্য ,বৃষ্টির সূর ফেলে এসেছি দোচালা ঘরে ।আমাদের দোলনা এখন নিস্তব্ধ শাখায় শোকাহত মনে ...আমাদের খাতাগুলো তালাবন্ধ করে রেখেছে বিক্ষুধ জনতা ...আমদের কলম চুষে খায় সফল ধূর্ততা ...
আমরা ভালো আছি বেশ ...দরদামে বিক্রি করে দিয়েছি নিজের সত্ত্বা খাদক ঈশ্বরের কাছে ...ঈশ্বর হাসেন আমরা হাসি ....হাসে নিস্তব্ধ আত্মা.........।
Tags:
গদ্য কবিতা