Header Ads

Breaking News
recent

তাসমিন আফরোজ

তাসমিন আফরোজ

অপ্রকাশিত অন্তঃপুরের আবেগ 

কিছু বিশৃঙ্খল শব্দ আর গভীর স্তুতি বলে নতজানু হও
দৃশ্য পরস্পরের ভেদাভেদেও
এতো ঘন বেদনার রক্ত কেমন খলবলিয়ে ওঠে অন্তঃপুরে
হাতের মুঠোয় ধরে আছি যে প্রতিজ্ঞা
ভোর হলেই কমলা রোদের জন্য যুৎ হয়ে বসে শরীর
যেভাবে চেয়েছিলে সেভাবেই গেঁথে রেখেছি মাস্তুল
হৃদয়ের দরজা যদি খুলে দেয়া হতো সহ্যের কৌশলে
মা,মাটি,মানবের ঘাম পিষে দলা হতোনা বিষাক্ত নীলে
বরং কবরস্থান থেকে উঠে এসো কবিতার কথা
আরও ক্ষুরধার করে দাও কলমের আবেগ
মুছে দাও কাফনের কাপড়ে নিষিদ্ধ মতামত
অথবা সাহসী সে মনে অঝোরে ঝরাও সে স্বতঃস্ফূর্ত বৃষ্টিপাত
নতজানু হও " এ অঞ্চলের নারী" বাক্যটা যায় যেন ধুয়ে বৃষ্টির জলে ......
কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.