সুমিত্রা পাল

সুমিত্রা পাল

সময় অসময়

সময় ফুঁসে উঠলে
অযোধ্যা-গোধরা, মুম্বাই-আজমির বা হায়দ্রাবাদ শহরের
ভৌগলিক সীমারেখা অথবা ঐতিহাসিক গুরুত্ব
                        ম্লান হয়ে যায়।

মনে হয়, সব একই রকম-
রক্তের গন্ধে বাতাস হয় ভারি
চারিদিকে মৃতদেহের সারি
ভাঙ্গাচোরা জিনিষপত্র তছনছ   জীবন
মেলে ধরতে চায়
এক অসময় কথন!

যে সময়ের মানে আতঙ্ক আর অপরাধ
শান্তির চেয়ে বেশি সন্ত্রাস-

এসবেরই আশেপাশে কিনারে, মাঝখানে
সময়ের এক একটি স্তর
নীরবে নতজানু;
দু'চোখের জলের ধারায়,
আপ্লুত ভালবাসায়
প্রার্থনা আর আজান মিলেমিশে একাকার।



একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন