Header Ads

Breaking News
recent

শুক্লা মালাকার

শুক্লা মালাকার


যে প্রেম কবিতা পায় না

১।
কচি ধানের গায়ে দুপুরের রোদ
কার্তিকের ভীড় মেলে ধরেছে ফসলের আহ্লাদ
গাছের ছায়ায় চাষী বউ গরাস তুলে দেয়
এলোঝেলো জীবনে আশার কুহক
বিয়োবার দেরী নেই, তাই
চোখে মুখে তারার ঝিলিক
সোহাগী প্রলাপের নীচে ঘোরেফেরে  অজানা সংশয়
পৌষের সকাল নষ্ট করে দেবে না তো সাধের সময়!

২।
শহর সেজেছে ত্রিফলায়
হইচই ফুটপাত, জনপদ।
মুঠোয় ঘেমো কালো হাত তরুন তরুনী
‘কখনো ছেড়ে যাব ভুলেও ভাবিস নি’
শাহিদ আলিয়া জুটি শানদার
রিক্সা চালিয়ে ভালোই রোজগার।
ঠোঙা ভরা মুড়ি-চপ কাড়াকাড়ি
অক্লান্ত খুনসুটির স্রোতে ভাসে
কল্পনার বাড়ি।

৩।
সযত্নে দু-হাত দিয়ে মাটিতে পড়ে থাকা মাথা
কোলে তুলে নিল সে,
আলগোছে মুখ মুছিয়ে দিল আঁচলে
মাতাল স্বামীদেহ ঘিরে থাকা মাছিদের ঝাঁক উড়িয়ে
নির্বিঘ্নে মাথার চুল ঘেঁটে বেছে তুলছে উকুন-
এই চমৎকার পার্থিব দৃশ্যটি পারাপারহীন গোধুলীতে
খাল পাড়ের বাতাসে খেলা করছিল-
বিশুদ্ধ আতর মেখে শহর তখন ছুটে চলেছে।

মনে হচ্ছে এবার আমার চোখে প্রেম নেমে আসছে...

৪।
ভর দুপুরে তাকে দেখলাম রাজাবাজার বস্তির ঘুপচি গলিতে বসে
আপনমনে খবরের কাগজ ছিঁড়ছে-
হতচ্ছাড়া চেহারা আলুথালু বেশ
হারজিরজিরে এক পুরুষ যত্ন করে ঢেকে দিচ্ছে
তার উপচে পরা যৌবনের উঁকিঝুঁকি,
এগিয়ে দিচ্ছে একটাল পুরোনো কাগজ
হাড়ের কাঠামোর ভিতরে জলন্ত চিতা
কাগজে কাগজে খুঁজছে সন্তানের মৃত্যুদৃশ্য...
পুরুষের যত্নবাতাস জলে ভেজা দিনেরাতে
যেন কলজে পেতে রাখে,

এই নারকীয় সৌন্দর্য্য দেখে
ঈশ্বরীও নেমে আসবেন ধুলোপথে-
                                   
                   

Blogger দ্বারা পরিচালিত.