প্রায় দীর্ঘ তিন বছরের লড়াইয়ের পর এবার প্রথম, ছোট কাগজের সংগঠকরা বসার জায়গা এবং প্রয়োজনীয় ব্যবস্থাদি পেয়েছে্ন।
শিলিগুড়িতে - মল্লার, পদ্য এই দুটি কাগজ ( পত্রিকা ) হল সবচেয়ে পুরনো ছোট কাগজ। নতুন কাগজ প্রকাশে যারা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে তাদের মধ্যে উল্লেখযোগ্য, উত্তরের কবিমন, কবিতার লাইট হাউস, ঋ ৯, সাহিত্য অঙ্গন, ফুলেশ্বরী নন্দিনী প্রমুখ।
ছোট কাগজের সংগঠকরা জানিয়েছেন, বইমেলায় নতুন জায়গায় খুশি হলেও পাঠকের অভাব বোধ করে, ছোট পত্রিকা এবং সমগ্র শিলিগুড়ি বইমেলা।