উৎসবে মেতেছে বর্ধমান, শুরু হয়েছে বইমেলা ২০১৬ । গত ২রা ডিসেম্বর সাহিত্যিক প্রচেত গুপ্ত ও ত্রিদিব চট্টোপাধ্যায়ের শুভ উপস্থিতিতে শুরু হয় ৩৯ তম বর্ধমান বইমেলা । অভিযান গোষ্ঠী আয়োজিত এই বই মেলার আজ তার তৃতীয় দিন, চলবে ১১ই ডিসেম্বর রবিবার পর্যন্ত ।
Tags:
সাহিত্য সংস্কৃতি বার্তা