সঞ্জয় মণ্ডল

সঞ্জয় মণ্ডল

রক্তাক্ত শৈশব 

আর কত মরণ দেখে জিরোবে বলতে পারো?
মৃত্যুর আখড়ায় বসে নাচছে সমাজ।
ক্ষুন্নিবৃত্তি নেভায় শোণিত স্বাদে
হাতের মুঠোয় ধ্বংস
       সৃষ্টি করতে পারছো কই?
তোমার সৃষ্টি মাঝে জীবাশ্ম কঙ্কাল!

আর কত রক্ত বইলে খরস্রোতা হবে তুমি?
আঙিণায় ভীড় করে আসে কচি স্বপ্নের উজান
তাদের ক'টিকে ঠাঁই দিয়েছ তোমার শুষ্ক বালিয়াড়িতে!?

তুমি চাইলে সবকিছু করতে পারো, সব
অথচ দেখ, কি অদ্ভুত ---------
নির্বিচারে জ্বালিয়ে দিচ্ছো সহস্র মায়ের বুক
আর পিশাচের লোলুপতায় রক্তাক্ত শৈশব।।





Previous Post Next Post