পলাশ কুমার পাল
স্যালুট বিপর্যয়
যেই ঠুকেছি স্যালুট আমি
প্যান্টুল যায় খুলে,
তাই না দেখে সহপাঠিরা
হাসিতে ওঠে দুলে।
ঘ্যাচ্চা ঘ্যাচাং ভেংচি কেটে
রাগে দেমাক ফোলে,
'আয় না তবে মুখ্খেরা সব
দেখা স্যালুট তুলে!'
এক-একে এক দুই একে দুই
সবাই স্যালুট তোলে,
কারুর প্যান্টে তালির বোঝা
কেউ বা জামা খুলে।
কারুর গায়ে গন্ধ বিকট
শুটকি মাছের ঘোর,
কেউ বা সেই আমার মতো
প্যান্টুল ধর ধর!
গোমরামুখো হাসির বাতাস
ভীষণ অট্টরোল,
তারই মাঝে হঠাত্ করেই
ঘটল গণ্ডগোল-
গান গেয়ে এক ল্যান্টপাগল
দিল স্যালুট তুলে,
ফিকফিকিয়ে হাসল কেবল
পোশাকটুকু ভুলে।
দাঁতকপাটি মোদের হাসি
পোড়া হাঁড়ির মতো,
পরল খসে সকল পোশাক;
হাত রইল ঠুঁটো।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন