Header Ads

Breaking News
recent

পলাশ কুমার পাল

পলাশ কুমার পাল

লেখনী

মুঠো মুঠো বালি হাতে ছড়াও সৃষ্টি...
মরুভূমি হয়েছে প্রেম, যেন অনাবৃষ্টি।
উট চলে ধীরে ধীরে জীবনেরই সাথী;
স্মৃতিকুঁজে পিপাসা তৃপ্ত, না-থামা গতি...
কোথা পথ জানা নেই, নেই কোনো দিক;
বালি ঢেউয়ে উদাস ভ্রান্তপথিক-
পায়ে পায়ে স্বাক্ষর, ছাপা ইতিহাস;
গভীরে ব্যাথার খবর প্রেম অধিবাস।
শিরোনাম নেই কোনো, নেই মরুদ্যান-
মরীচিকা নয়, তবু অবিরাম সন্ধান...
হেঁটে যাও, হেঁটে যাও বালি আর বালি...
সৃষ্টির ছন্দে অক্ষর, কার্বনও যে বালি!
মুঠো মুঠো শব্দ হাতে এক মরুভূমি;
ভালোবাসা বিঁধে তুমি নবসৃষ্টিতে দামী।
কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.