বাঁধন
নি:সঙ্গ অন্তরে
আমি নি:সঙ্গ অন্তরে -
জীবন কথার অর্থ খুঁজি
সকল নিয়েই জীবন যুঝি ,
তবু ,নি:সঙ্গ অন্তরে !
একতারাতে সুর বেঁধেছি ,
সুখে থাকব বলে -
সুখ যে দেখি ,অলীক পাখি
মাঝ -আকাশে ওড়ে !
এক -সুরেতে গান ধরেছি
মন মেলাবো বলে -
পাগলপারা মন যে আমার
কোন পথে সে ঘোরে !
ঘুরে -ঘুরেই ক্লান্ত -কায়া
ফিরে যে চায় বাসা ,
বাসা আমার একটা তারে
নিজের সাথেই বাঁধা....
Tags:
কবিতা