Header Ads

Breaking News
recent

নিল হাসানআদুরে হাত

সাগরের তীরে আছড়ে পড়ে ঢেউ
তেমনি আছড়ে পড়েছিল কেউ,
ভালো লাগা মুঠোয় ধরে
তোর ঠোঁটের পরে ।

তোর ঐ আদুরে দুটো হাত
নেশায় নিমজ্জিত নরম রাত,
নীলিমায় খুঁজিনি কোন চাঁদ
চাঁদের বুকে মুগ্ধ হাত ।

তোর দুটো সুখ ছুঁয়ে নেমেছিল জল
এই সম্পদ রাখব কোথায় বল,
আজো প্রতিদিন আসে প্রভাত
খুঁজে ফিরি আদুরে দুটো হাত ।


ভালোবাসার চাষবাস

আমাকে ভালো নাই বা বাসো
ভালোবাসতে দিও
এই ভালোবাসাটুকু নিও ।

আমার কাছে নাই বা থাকো
হৃদয়ের কাছে থেকো
নিজেকে যত্ন করে রেখো ।

দীর্ঘ চুম্বন নাইবা হোক
হোক একটু আলিঙ্গন
স্মৃতিতে রেখো অনুক্ষণ ।

সারাটা জীবন আমার নাইবা হও
হও একটা দিন
নাহয় থাকুক ঋণ ।

খুব নিশিতে বুকেতে না রাখো
সুখ ছড়িয়ে দিলাম
দু:খ কর নিলাম ।

একসাথে নাইবা হলো দিনমান
মনেতে তোমার সহবাস
কর ভালোবাসার চাষবাস ।


প্রতিদ্বন্দ্বী

ভালোবাসার চেয়ে বেশি প্রেম
ছবির চেয়ে ফ্রেম
রুপের চেয়ে রুপসি মেম
জানিনা কতটা হারালেম।

এখনো তুমি হাসো
আমার চোখের জলে ভাসো
এখনো তুমি আসো
তবু অন্যকে ভালোবাসো।

ঘুমের চেয়ে স্বপ্ন বেশি
মুখের চেয়ে হাসি
সময়ের চেয়ে দুঃসময় বেশি
টাটকার চেয়ে বাসি।

সুখ ছাড়া সুখি সে
ইউরো ডলার ভালোবাসে
একদিন ছিল পাশে পাশে
তাই কষ্ট মুচকি হাসে।অচেনা জীবন

বহু চেনা মন
অচেনা এই ক্ষণ,
এই অচেনা জীবন
কারো হয় মরণ।

বড় চেনা ঘর
কেউ থাকে পর,
ঘন কালো আঁধার
রাখে না কিছু বাধার।

ছিল যতো প্রয়োজন
করে তার আয়োজন,
সময়ের নিরুপায় আচরণ
ছিনতাই হয় শিহরণ।

উঠছে নামছে নিশ্বাস
হারায় বুকের বিশ্বাস
নীরব ঘাতক দীর্ঘশ্বাস
দু'চোখে অন্ধ জলোচ্ছ্বাস।
কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.