বিলম্বিত লয়
অপেক্ষায় থেকে থেকে স্বপ্নের ঘুড়ি কেটে যাচ্ছে
খসে পড়ছে আলো থেকে সমস্ত রঙ- দিন দিন ।
ফাল্গুন এসে একদিন দেখবে আমি নেই-
ঘর খোলা পড়ে আছে আর
দীর্ঘশ্বাসের মতো একটা হাওয়া
বোবা চোখে তাকিয়ে রয়েছে হয়তো।
সেই আসবে-
বড় দেরী করে আসবে-
ততক্ষণে সব শেষ-
শুধু একটা মরা প্রেম অভিমান দেখাতে চেয়ে
মাটি আগলে বসে আছে-
একা একা.....
Tags:
কবিতা