মহাজিস মণ্ডল
আরো আলো ছড়িয়ে যাবো
অন্ধকারের সঙ্গে আরো অন্ধকারে
আমরা আর যাবো না
অন্ধকার ভেঙে ভেঙে যাক আজ সবখানে
কত মানুষ নাকি আজো আকাশ দেখেনি
আকাশের ওপারে তারা দাঁড়িয়ে আছে অপেক্ষায়
সারি সারি শব্দের মিছিল দেখি
দেখি রাস্তায় রাস্তায় প্রচ্ছদ আঁকে রোজ
কত শানিত মুখ দেখি উঠে আসছে শপথে
হাতে হাতে নতুন দিনের পতাকা ছুঁয়ে
অন্ধকারের সঙ্গে আরো অন্ধকারে
আমরা আর যাবো না
পায়ে পায়ে আলো জড়িয়ে নিয়েছি আজ
আরো আলো ছড়িয়ে যাবো বলে .....
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন