অনুকবিতা
১।
হে পৃথিবী কতখানি রঙ মেখেছ মুখে
কত কালো তোমার দুহাতে !
অস্তিত্বের প্রান্তিকে বসে স্তম্ভিত আমি !
প্রতিদিন ফোঁটা ফোঁটা বৃষ্টি নামে --
বেলা অবেলায় , এ কালবেলায় ।
২।
শিশুর বৈদূর্য চোখের আলোয় দেখি
আকাশের তারা ।তারা খসে পড়ে
গভীর রাতে । লোভী চকচকে চোখ
মুদ্রালোভে ।স্তনধারা গড়িয়ে পড়ে ।
রাত্রি জাগে মায়ের নির্ঘুম চোখে ।
Tags:
একক কবিতা