x

প্রকাশিত ৯৬তম সংকলন

শব্দের মিছিল শুরু থেকেই মানুষের কথা তুলে ধরতে চেয়েছে, মানুষের কথা বলতে চেয়েছে। সাহিত্যচর্চার পরিধির দলাদলি ও তেল-মারামারির বাইরে থেকে তুলে আনতে চেয়েছে অক্ষরকর্মীদের নিজস্বতা। তাই মিছিল নিজেও এক নিজস্বতা অর্জন করতে পেরেছে, যা আমাদের সম্পদ।

সমাজ-সচেতন প্রকাশ মাধ্যম হিসেবে শব্দের মিছিল   প্রথম থেকেই নানা অন্যায়, অবিচার, অসঙ্গতির বিরুদ্ধে আওয়াজ তুলেছে। এই বর্ষপূর্তিতে এসেও, সেই প্রয়োজন কমছে না। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরবর্তী বিভিন্ন হিংসাত্মক কাণ্ড আমাদের যথারীতি উদ্বিগ্ন করছে। যেখানে বিরোধী দলের হয়ে কাজ করা বা বিরোধী দলকে সমর্থন করার অধিকার এখনও নিরাপদ নয়, সেখানে যে গণতন্ত্র আসলে একটি শব্দের বেশি কিছু নয়, সেকথা ভাবলে দুঃখিত হতেই হয়। ...

চলুন মিছিলে 🔴

কৌশিক চক্রবর্ত্তী

sobdermichil | ডিসেম্বর ২৫, ২০১৬ |
কৌশিক চক্রবর্ত্তী

চোখের নালিশ

চোখের জলে ভেজা অন্ধ নালিশ
বৈচিত্রের ভিড়ে মিলেমিশে অভিমানী!
সে অভিমান আক্রোশ নয়,
সে অশ্রু দুঃখের নয়,
শুধু অরণ্যের চৌকাঠ পেরনোর ছলেবলে
হোঁচট খাওয়া থমকানো গতি!

সৌখিন অন্ধকার সৌধ রক্ষায়
যে শূন্যতা অহরহ গ্রাস করে সমস্ত প্রকরণ,
আমি তার বিনীত ক্ষয়কারী --
দুহাত বোঝাই করে বিনিময়ে উপহার আনি
বোধনেই ঘুমন্ত দর্পণ!

চোখে চোখে জলছবি আঁকা থাকে
চাইলেও সে কান্না হয় না ঋণে,
শুধু জল হয়ে সাক্ষ্য দেয়, স্বস্তি দেয়,
ভাসায় নিরন্তর পথ ভোলা নাও....
আমি সেই ঠিকানায় নালিশ গড়েছি,
শুধু ক্ষণে ক্ষণে শত জলছবি বিনিময়কালে
একা অশ্রুর কারবারি হয়েও
আমি নিরুত্তর রয়ে যাই তাও।

Comments
0 Comments

-

সুচিন্তিত মতামত দিন

পাঠক পড়ছেন

 

এই ব্লগটি সন্ধান করুন


বিজ্ঞপ্তি
■ আপডেট পেতে,পেজটি লাইক করুন।
সার্বিক অলঙ্করণে : প্রিয়দীপ | আহ্বায়ক : দেবজিত সাহা
Website Published and © by sobdermichil.com

Proudly Hosting by google

Blogger দ্বারা পরিচালিত.