Header Ads

Breaking News
recent

কৌশিক চক্রবর্ত্তী

কৌশিক চক্রবর্ত্তী

চোখের নালিশ

চোখের জলে ভেজা অন্ধ নালিশ
বৈচিত্রের ভিড়ে মিলেমিশে অভিমানী!
সে অভিমান আক্রোশ নয়,
সে অশ্রু দুঃখের নয়,
শুধু অরণ্যের চৌকাঠ পেরনোর ছলেবলে
হোঁচট খাওয়া থমকানো গতি!

সৌখিন অন্ধকার সৌধ রক্ষায়
যে শূন্যতা অহরহ গ্রাস করে সমস্ত প্রকরণ,
আমি তার বিনীত ক্ষয়কারী --
দুহাত বোঝাই করে বিনিময়ে উপহার আনি
বোধনেই ঘুমন্ত দর্পণ!

চোখে চোখে জলছবি আঁকা থাকে
চাইলেও সে কান্না হয় না ঋণে,
শুধু জল হয়ে সাক্ষ্য দেয়, স্বস্তি দেয়,
ভাসায় নিরন্তর পথ ভোলা নাও....
আমি সেই ঠিকানায় নালিশ গড়েছি,
শুধু ক্ষণে ক্ষণে শত জলছবি বিনিময়কালে
একা অশ্রুর কারবারি হয়েও
আমি নিরুত্তর রয়ে যাই তাও।

Blogger দ্বারা পরিচালিত.