Header Ads

Breaking News
recent

ইন্দ্রাণী সরকার

ইন্দ্রাণী সরকার


"খুবই যৎসামান্য, নাকে খৎ, দন্ডবৎ"

ভুল, সমস্ত ভুল, যদিও খুবই যৎসামান্য
যে ভুলে একজনকে এক কোণায় ঠেসে দিয়েছিল
সেই ভুলে আর একজনকে সরিয়ে দেবার চেষ্টা
ঘুমের কষ্ট ভালবাসার ক্লিষ্ট মুখ দেখে
তুমি কি জানো ?
কোনোদিনো অসুস্থ মৃত্যুপথযাত্রী সঙ্গীর জন্য
রাতের পর রাত জেগেছ ?
কবিতায় থাকো, কবিতাতেই থাকো ।
বাস্তব বড় কঠিন, অনেক দায়িত্ত্ব
তুমি নিতে পারবে না ---
তুমি কি জানো কে বা কারা বৈধ, অবৈধ
যারা মুখ ফুটে কিছু বলার সাহস রাখে না ?
তুমি নিজে কি ? বৈধ ?
নাকে খৎ, দন্ডবৎ ---
বৈধ সমাজে যাও তবে, এদিকে এসো না !
এখানে ভালবাসা থাকে, শাসন নয় ।
কবিতায় পৃথিবী চলে না, চলবে না ।Blogger দ্বারা পরিচালিত.