হরিৎ বন্দ্যোপাধ্যায়
শীতের দিনে হিজিবিজি
১।
শীতে কাবু
বুলা মাসি
শীতের ভয়ে
খাচ্ছে খাসি ।
খাসির গন্ধে
শীত পালিয়ে
যাচ্ছে ছুটে
খিড়কি দিয়ে ।
২।
শীতের চোটে
গান ধরে রাম
শেষ হলে গান
খায় শুধু আম ।
আমের রসে
রাম ভেসে যায়
গান শুনে শীত
করে হায় হায় ।
৩।
শীতের পিঠে
আর ঝোলা গুড়
জমবেই যদি
থাকে আমচুর ।
আমচুর খেয়ে
ভোলা সেন আজ
নাচে আর গায়
ভুলে যায় লাজ ।
৪।
শীতের দিনে
হরিচরণ
আগুন খেয়ে
করে বারণ ...
আগুন নষ্ট
চলবে নাকো
জ্বেলে আগুন
ধরে রাখো ।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন