Header Ads

Breaking News
recent

অনুক্তা ঘোষাল

অনুক্তা ঘোষাল


হিমেল পালা

হিমপলাশির স্বপ্ন বোনে রোদ মাখা কাঠ তন্দুরি,
শাড়ীর সুতোয় নিটোল বুনোট,নক্সীএবংচান্দেরী।
ছলকেওঠা লালগোধূলির শেষ চুমুকের হেরফেরে
হিমেল কাচে আঙুল দেখি শব্দ লেখে মন মেরে ।

প্রেম পিয়ানোর আত্মঘাতী সুরগুলো সব থমকে চুপ-
বিলাস ভুলে গালের টোলে মুচকি হাসি আজ বেকুব ।
সাধের ছিলিম সাধছে টোড়ি, অবাধ প্রলাপ আনমনে,
আমেজ  জমে জলসাঘরে মশলাচায়ে বিটনুনে।

চিনা পিরিচ তুলছে ধোঁয়া, আড্ডা গরম ফায়ারপ্লেস,
ইস্পাতে আঁচ মাখায় হাপর, রাত দেখে প্রেম নির্নিমেষ ।
সুরের সুরায় মিশছে হাসি, গরম কফির  মজলিসে -
হিমেল পালার গল্প শুনে স্বপ্ন ভাসে টাইগ্রীসে ।।Blogger দ্বারা পরিচালিত.