দেবাশীষ জানা

দেবাশীষ জানা

চোখের গল্প 

একটি চোখ তাকিয়ে থাকলো-
স্থির, গভীর
আর একটি লুকিয়ে থাকলো
লজ্জা, সমাজ- বাধ্যবাধকতায়

একটি চোখ ডুবে থাকলো
অসীম অপেক্ষায়,
আর একটি ঘুমিয়ে থাকলো
অদ্ভুত এক অন্ধকারে

একটি চোখ পাড়ি দিল
সুদুর- চাঁদের দেশে
আর অপরটি তখনও গুনছে
কৃষ্ণপক্ষের দিনক্ষণ

একটি চোখ চুরি করে নিয়ে গেল-
আমাকে- পুরোটাই, সর্বস্ব...
আর অপরটিতে গোপনে আঁকা রইল
আমার মরণ, মুক্তি......


সন্ধ্যেবেলার গল্প
এই সন্ধ্যেবেলার অর্ধেক আকাশ তোকে দিলাম
বাকি অর্ধেকটা থাক এই নরম ঘাস, মরমী শিরীষ,
পৃথিবীর প্রতিটি প্রেম-যুগল আর সন্ধ্যাতারার জন্য.........


লুকনোর গল্প
এক গভীর রাতে
বার্তালাপের ফাঁকে
সেই মেয়েটি বলেছিল
“করবো দেখা-আসবে কবে তুমি?”
বুকের মধ্যে জ্বালিয়েছিলাম সন্ধ্যাতারার আলো
তবু দিইনি কথা
চাইনি পেতে নতুন কোনো ব্যাথা
আমার মধ্যে লুকিয়েছিলাম-
পাগল-প্রেমিক আমি!
     



Previous Post Next Post