বিপ্লব পাল
অধিগত ঋণ
সুন্দরের কাছে আহ্লাদে ন্যুব্জ হয়ে আছে গৃহস্থালী
স্তূপের মতন ছিল যত তুচ্ছ বিষাদপ্রতিম উপদ্রুত পীড়া
আমি তার কাছে ছিঁড়ে ফেলি সব অধিকৃত ঈর্ষা
অথচ মানুষের কাছে অর্নগল বিপন্ন ক্রোধরে আর্তনাদ
ক্রমাগত হুলুস্থুল নিষ্ফল প্রেমের হৃদয়স্থাপন
আমি তো যাবই চলে রোদ রাঙা ঘোরঘুমে
তবুও সুন্দরের কাছেই দু’জনার উৎসুক ব্যঞ্জনা
উদ্দাম আলোর প্রত্যয়ে অধিগত ঋণ
স্থির হয়ে আছে চিকন চঞ্চলা মোহের ঈশ্বরী
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন