Header Ads

Breaking News
recent

অরুণিমা মন্ডল দাস

অরুণিমা মন্ডল দাস

সিস্টেম

অন্ধকার গুহার মুখের দিকটায় আলো জ্বেলে সিংহ বসে ---
সামনে ছড়ানো ছিটানো পার্লামেন্টের বিল--
সিংহের আসন সোনায় মোড়া ,চারিদিকে মণি মুক্তো র ছড়াছড়ি ,
অনাবিল অর্থের দম্ভ ঘিরে ---
চিকেন চাপের টেবিল সহ বিদেশী ড্রিঙ্ক---
গুহার ভিতরের আলো (উন্নয়ন)কে জ্বালবে?

আসনে যেই বসছে সেই সিংহ ,হিংস্র খ্যাতি-পিশাচ পশু,দাম্ভিক সেবক?
গুহায় থাকা প্রাণগুলি আফ্রিকার পরাধীন কালো মানুষ,রিফিউজি,
পরাজিত মুক্তি বাহিনী, হিন্দুদের নেতাজী সুভাষচন্দ্র বসু ,ক্ষুদিরাম ,বিনয় বাদল দিনেশ
হয়তো বা ফরাসী বিপ্লবের ক্ষুদিত বিপ্লবের চিরাগ ---?

নির্জন জীবননানন্দ সভাঘর ,অডিটোরিয়াম হয়তো বা জালিয়ানওয়ালা বাগের সেই ঘাস গজানো মাঠ---
রাগে ফুঁসছে,কাঁদছে দাঁতে দাঁত ঘসছে প্রতিশোধের তেজে
হয়তো বা দুঃখে ক্ষোভে পাগল রুপাই--
ক্লান্ত ফুসফুস নিস্তব্ধ সাজুর  কঁাথাতে--শুধু মাষ্টারদা ,বিপ্লবীদের গুলি চালানোর অর্ডারের অভাব---¡

তবু
ছুঁচো ,ইঁদুরের জাত হয়ে গর্ত আগলে আমরা বসে আছি -- নির্জীব ,
সকাল সন্ধ্যা তুলশীতলায় জল আর হরির নাম সংকীর্তন--
সিংহের পায়ের তলায় মশা মাছি তাড়িয়ে ,
বাজারের এটিএম এ লাইন দিয়ে আলুর ডালনা খাচ্ছি---
গুহার পাথরগুলো আস্তে আস্তে আলগা হচ্ছে,
বেশী গভীরে গর্ত করাও যাচ্ছে না জল উঠে আসছে --
উপরেও থাকতে পারবেন না বেড়াল বঁাচতে দেবে না--শিয়াল ,
বাঘ,ভোঁদড় একজায়গায় ই হরপ্পা সভ্যতা গড়ে তুলেছে----
যেখানে ইঁদুর বেরোলেই মৃত্যু --
এটাই সিস্টেম---?
জনগন ,গরিবের জীবন পদ্ম পাতায় এক বিন্দু জল --
মিশবেও না আর বাঁচবেও না --
আমৃত্যু গরম ঘিয়ে ভাজা টগবগে লাল বেগুনী---?

Blogger দ্বারা পরিচালিত.