তন্ময় দেব

তন্ময় দেব

অধিকার

১।

পতঙ্গেরা শরীরে যে পরাগ বয়ে নিয়ে যায়
তাঁর ভবিষ্যৎ জানার অধিকার আমাদের নেই
আমাদের অধিকার ফুলের রূপ-রঙ-গন্ধে
আদতে সৌন্দর্যের মাঝে লুপ্ত জীবনবীজ
অধরাই থেকে যায় মানসচক্ষে…
সর্বদা

২।

ঘূর্ণায়মান ঘড়ির কাঁটার পাশে দৌড়ে গেলে
নিজেকে বেমানান লাগে
সময়কে বেঁধে রাখার অধিকার মানুষের নেই
হাওয়া মোরগের মতো চক্কর কেটে কেটে
জীবনঋতু পরিবর্তনের সাক্ষী থাকাই
মানুষের অধিকার

৩।

আমরা ইচ্ছে করলেই আত্মাকে বিসর্জন দিতে পারি
সত্ত্বাকে অস্বীকার করলে কিছু যায় আসে কি?
জীবনধারণের অধিকার সবার নিজস্ব
সামাজিকতার মুখোশ আটকে
চোখে না-দেখার চশমা পরে নিলে বেশ মানায়।
অস্তিত্ব নির্বিকারে দণ্ডায়মান


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.