সুমন কুমার সাহু
আমি এক নারী
সময়ের খেয়া দোলে
বহিয়েছে মোর তরী
নিজেও বুঝিনা মন
আমি এক নারী
চাওয়া পাওয়ার ঘেরা টোপে
উষ্ণতা আমারে গ্রহন
সম্পর্কের বেড়াজালে
প্রেম ভালোবাসা বন্ধন
কোমল শরীরে নারী মন
গভীর উষ্ণতা খোঁজে
দৃড় মনের ঠিকানাতে
বাজাতে চায় বারে বারে
গোপনোতা মোর ভান
নেশা মায়াজাল প্রীতি
চাহিদা তোমায় সব্-ই দেব সঁপে
নির্যাসে প্রাধান্য স্বীকৃতি
উষ্ণতা শিশুমন
উষ্ণতা মাতৃ রূপী
উষ্ণতা সংগমে লিপ্ত
আমি এক নারী
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন