বর্ধমান লিট‌্ল ম্যাগাজিন মেলার দ্বিতীয় দিন

বর্ধমান লিট‌্ল ম্যাগাজিন মেলার দ্বিতীয় দিন




গতকাল ছিল বর্ধমান লিট‌্ল ম্যাগাজিন মেলার দ্বিতীয় দিন । দুপুর ২টো থেকেই মেলা প্রাঙ্গণের খালি টেবিলগুলি ধীরে ধীরে সেজে উঠলো বইয়ের সাজে, তখনও দিনের আলো চকচকে । ধীরে ধীরে মেলা প্রাঙ্গণ জুড়ে বই প্রেমি মানুষের আনাগোনা শুরু । গতকাল লিট‌্ল ম্যাগাজিন মেলার মুখ্য আকর্ষণ ছিল শিল্পী তাপস মালের ঝুমুর গান, কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের ও আরো বিখ্যাত কবিদের কবিতা অবলম্বনে অনির্বাণ মহান্তির গান, স্বরচিত কবিতাপাঠ।

এর পর বার্ণিক প্রকাশণের প্রকাশিত কবিতা স্টেশন পর্ব ১ও২, অনুগল্প সংকলন কথার সাঁকো, ও প্রসঙ্গ রবীন্দ্রনাথ নামের চারটি নতুন বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ করা হয় বিশিষ্ট সাহিত্যিকদের হাতে ।

একেবারে শেষ পর্বে একটি বিতর্ক ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন মৃদুল দাশগুপ্ত, অংশুমান কর সহ বিশিষ্ট সাহিত্যিকরা । দ্বিতীয় দিনে মেলা বেশ জমজমাটি । আজ মেলার শেষ দিন ।


একেবারে শেষ পর্বে একটি বিতর্ক ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন মৃদুল দাশগুপ্ত, অংশুমান কর সহ বিশিষ্ট সাহিত্যিকরা । দ্বিতীয় দিনে মেলা বেশ জমজমাটি । আজ মেলার শেষ দিন ।



মেলা থেকে -
প্রতিনিধি, রুমকি রায় দত্ত। 



Previous Post Next Post