কবি শান্তনু ব্যানার্জী আমাদেরকে আর এক কবি অভিজিৎ মিত্রের লেখা একটা কবিতা পাঠ করলেন। ব্যাঙ্গালোরনিবাসী এক অনুপস্থিত কবি অতনু দত্তের স্বরচিত কবিতা তাঁরই কন্ঠে শুনলাম ভিডিও প্লেয়ারে। তারপর কবি দেবব্রত সাণ্যালের কন্ঠে একটা মজাদার গল্প শুনে একে একে কবি মিতা চ্যাটার্জী, কবি অজিতেশ নাগ, কবি সুচেতা বন্দ্যোপাধ্যায়, কবি দেবব্রত সাণ্যাল, কবি অবন্তিকা সরকার, কবি অভিজিৎ রায়, কবি তপন দাস ও আমি রুমা ঢ্যাং - এঁনাদের স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে কতটা সময় যে অতিবাহিত হয়ে গেল তার হিসাব নেই। নরম রোদের শেষ আভাটাও গুটিয়ে নিয়ে সূর্য্যিমামা যখন পাটে যাবার প্রস্তুতি নিচ্ছে এদিকে তখন শ্রুতিনাটকের আয়োজন চলেছে, ঘোষনাপর্ব ও নাটকের চরিত্রদের সাথে পরিচয় শেষে এক মজাদার শ্রুতিনাটক শুরু হল কবি তপন দাসের লেখা নাটরূপ ও পরিচালনায় সাহিত্যিক প্রকল্প ভট্টাচার্যের লেখা 'বৌ পালালে বুদ্ধি বাড়ে'। মুখ্য চরিত্রাভিনয়ে ছিলেন তপন দাস এবং সহযোগী অভিনয়ে ছিলেন কবি অরিন্দম প্রামাণিক, কবি মাসুদ রানা, অপূর্ব ঘোষ ও রুমা ঢ্যাং। কবি শান্তনু ব্যানার্জী তার স্বরচিত গোয়েন্দাগল্প 'জেরা' পাঠপর্ব শেষে আমি মুম্বাইনিবাসী কবি বিকাশ দাসের অনবদ্য কবিতা 'জরায়ুজ' পাঠ করলাম। আমাদের সবার অনুরোধে কবি সৌভনিক কয়েকটা স্বরচিত কবিতা ল্যাপটপের ঝাঁপি থেকে বের করে শোনাল। সূর্যাস্তের মুহূর্তগুলি যে যার ক্যামেরায় বন্দী করার তোড়জোড় চলল এবং মনোরম সেই প্রাকৃতিক দৃশ্যকে চালচিত্র করে সেলফি নেওয়া হল এবং বিভিন্ন আঙ্গিকে নিজেদের ছবি তুলে চা জলখাবারের সাথে সাথে শেষোক্ত কিছু আলাপচারীতা ও সাক্ষাৎ শেষে সারাদিনের এই রেশ মনে গেঁথে বাড়ির উদ্দেশ্যে একে একে রওনা দিলাম মনে এই আশা নিয়ে যে আবার কোথাও কোন একদিন এরমকমই কোন এক সম্মেলনীতে আমরা একজোট হয়ে সাহিত্যচর্চায় ব্রতী হব।
প্রতিবেদক -
আরিব্বাস। দারুণ ব্যাপার।
উত্তর দিনমুছুনঅনেক ভালো লাগলো। নিজে উপসথিত থাকলে ভালো লাগত
উত্তর দিনমুছুনদারুণ দারুণ ! এমন দিনটাকে মনের খাতায় লিখে রাখা চাই।
উত্তর দিনমুছুনআবার কোনো একদিন এই ভাবেই সবাইকে একসাথে পেতে চাই।
দারুণ দারুণ ! এমন দিনটাকে মনের খাতায় লিখে রাখা চাই।
উত্তর দিনমুছুনআবার কোনো একদিন এই ভাবেই সবাইকে একসাথে পেতে চাই।