সিল্ভিয়া ঘোষ
ধোঁয়া ওঠা ভাত
নোংরা গামাছা দিয়ে টেবিল সাফ
খাবারের অর্ডার নিয়ে কিচেন যাক
বাবুর ছেলের ফ্রায়েড রাইস আর চিকেন চাপ
একা হাতে টেবিল সাজিয়ে প্লেট দিচ্ছে টপাটপ
ধোঁয়া ওঠা ভাতে নেই তার অধিকার বারবার
বয়স বারো ছিনিয়ে নিক সে অধিকার প্রতিবার
চাই জিরো ফিগার
পাড়ায় পাড়ায় ইউ জিমের জয় জয়কার
পাস্তা পিৎজা চউমিনে বেড়েছে নাকি ওবেসিটির হার
ওয়ার্ক আউটে মেদ ঝরাচ্ছে মন্ত্রী থেকে বলি টলির স্টার
জিরো ফিগার চাই, চাই অর্ধ নগ্ন ফিগার মডেল হবার
খুঁজতে হবে না তোমায় বেশি ইধার উধার
বস্তির আধ পেটা ছেঁড়া জামা বছর দশ হবে পারফেক্ট ইয়ার
পূণ্যের দুধে শিশুর অধিকার
পুণ্য করছি তুমি আমি সবাই
গঙ্গা বক্ষে ছড়িয়ে দিচ্ছি ধর্মান্ধতা
গণেশ কে খেতে দিচ্ছি দুধ ফলাহার
পাথরের বক্ষে দুধ বেলপাতার সমাহার
কনকনে ঠান্ডায় অথবা চৈত্রের দাবদাহে
বছর তেরো ছিনিয়ে নিচ্ছে গঙ্গার পুণ্যতা
ধর্মের কুসংস্কার দূর করবে আগামী শৈশব
খাদ্য -বস্ত্রে-শিক্ষায় সব শিশুর সমান অধিকার
নোংরা গামাছা দিয়ে টেবিল সাফ
খাবারের অর্ডার নিয়ে কিচেন যাক
বাবুর ছেলের ফ্রায়েড রাইস আর চিকেন চাপ
একা হাতে টেবিল সাজিয়ে প্লেট দিচ্ছে টপাটপ
ধোঁয়া ওঠা ভাতে নেই তার অধিকার বারবার
বয়স বারো ছিনিয়ে নিক সে অধিকার প্রতিবার
চাই জিরো ফিগার
পাড়ায় পাড়ায় ইউ জিমের জয় জয়কার
পাস্তা পিৎজা চউমিনে বেড়েছে নাকি ওবেসিটির হার
ওয়ার্ক আউটে মেদ ঝরাচ্ছে মন্ত্রী থেকে বলি টলির স্টার
জিরো ফিগার চাই, চাই অর্ধ নগ্ন ফিগার মডেল হবার
খুঁজতে হবে না তোমায় বেশি ইধার উধার
বস্তির আধ পেটা ছেঁড়া জামা বছর দশ হবে পারফেক্ট ইয়ার
পূণ্যের দুধে শিশুর অধিকার
পুণ্য করছি তুমি আমি সবাই
গঙ্গা বক্ষে ছড়িয়ে দিচ্ছি ধর্মান্ধতা
গণেশ কে খেতে দিচ্ছি দুধ ফলাহার
পাথরের বক্ষে দুধ বেলপাতার সমাহার
কনকনে ঠান্ডায় অথবা চৈত্রের দাবদাহে
বছর তেরো ছিনিয়ে নিচ্ছে গঙ্গার পুণ্যতা
ধর্মের কুসংস্কার দূর করবে আগামী শৈশব
খাদ্য -বস্ত্রে-শিক্ষায় সব শিশুর সমান অধিকার
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন