"নৈঃশব্দের রাত"
বাঁচাও ! বাঁচাও ! বাঁচাও!
আর্ত চিৎকারে খানখান হয়ে যাচ্ছে,
সুন্দর নৈশঃব্দের সাজানো রাত।
পাগলিনীর মত ছুটে বেড়াচ্ছে বৃদ্ধা মা।
করুণ আর্তি তার,একটু সাহায্য চাই।
'কে কোথায় আছো,বাঁচাও আমার সন্তানকে।'
'ঐ দেখো,পড়ে আছে সে রাস্তায়।'
কে যেনো ছিন্নভিন্ন করে দিয়ে গেছে,
ক্ষতবিক্ষত করে দিয়ে গেছে তার শরীরটা।
পাশ কাটিয়ে যাওয়া প্রত্যেকটি গাড়ির উদ্দেশ্যে
তাই তার করুণ আবেদন।
কিন্তু হায়রে চলমান গাড়ি,
আর তার ভিতরে বসে থাকা মানুষ,
সময়ের বড়ই অভাব তাদের।
সুচিন্তিত মতামত দিন