রত্নদীপা দে ঘোষ
গ্লাসহাউজ
সিডাকশনের প্রতিটি কাব্যই
জানা আমার
গ্রন্থের বুনোট শিথিল হতে দিইনি
শীতাতপ নিয়নের সম্ভাবনা
মাত্র শিকার দিয়েছি
গ্লাসহাউস
যে কোন সন্ত্রাস
কারফিউ দিতে পারি
পেরিফেরির কাচ থেকে
ব্রেসিয়ারের পেপারব্যাক
আমার বাঁ হাত উৎকৃষ্ট
ব্যাকলেস
দু মিনিট
দুটি মিনিট
নিরাভরণ অথবা নিরাবরণ
ডোন্ট ফরগেট মি মাননীয়
ডেকান কুইন
হাতঘড়ি আর মানিব্যাগ ফেলে
ডিনারের আগে কতবার টহল
দিয়েছি তোমার ক্লাব নাইট
বাথটাবের লাভা
আহা
সাঁতারের আগে
এ লক্ষণ শুভ নয়
রিজার্ভার যদিও উদোম
এখন সরু কোমরের জল
এখন অনু প্রবেশ নিষেধ ময়
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন