বালিকা-পুরাণ
১।
অন্ধকার তেড়ে আসে সীমানার ধারে
তাকে আজ ঘাড় ধরে বসাও মাটিতে,
যত আছে কামুক ধর্ষক লাইনের পারে
সব আজ মুক্তি পাবে বালিকা বঁটিতে
২।
আধো ঘুমে আধে জাগরণে কারা আজ
স্বপ্নে শুয়ে আছে, ওরা কিশোরী বালিকা
ডেকে দাও, কাজ পড়ে আছে, এই সাঁঝ
বেলায় হাতে ঝাঁটা, ও যে নির্মল বালিকা
৩।
তোর সত্তা, তোর জীবন, বাড়ন্ত বয়সের বাঁক
তোকে দ্যাখে গুপ্তঝোপে ঢাকা হায়নার ঝাঁক,
তাই আজ তাড়াতাড়ি আবরণ খুলে ফেলা ঠিক
বেআব্রু শ্বাপদের দল পালাবার পথ খুঁজে নিক
৪।
তবে তো উদ্বেগমুক্ত হয় দেখি প্রতিটা রাত
প্রতিটা সকাল যেন হয় সকালের মত—
হায়নারা যতই আজ বসাক কামড়
বিষদাঁত উপড়ে নিয়ে কষে মারো থাপ্পড়