তালাক
উদাসীন কথামালায়
তিন তালাকে
নারীর বুকে
কোজাগরী পূর্ণিমায়
জ্বলন্ত অঙ্গার চিতায়।
মিথ্যার ফুলের শয্যায়
চোখের জলে
ঝরা পালকে
তৃষ্ণার্ত উত্তাপ ছড়ায়
বিবর্ণ শিরা - উপশিরায় ।
নারীত্ব ডানা ঝাপটায়
নিজেকে খোঁজে
নিঙরে নিজে
নিশ্চুপ পথের দিশায়
আইনি আলোকমালায় ।
গলিত সুখের মদিরায়
রঙিন নেশা
নগ্ন তামাশা
নষ্ট বিষন্ন হাওয়ায়
অসহ মাতৃ যন্ত্রণায় ।
তালাক নেয় কারো দায়
ভেঙে ভেসে যায়
নদী বানে হায়
ভালোবাসার বেদনায়
অস্তিত্বের বিপন্নতায় ।
সুচিন্তিত মতামত দিন