আমি প্রতীক্ষায়
শুনেছি তুমি ভালো নেই
ভালো থাকার কোনো কারণও নেই
তবু আমি ভাবতাম...
আমায় ছেড়ে দিব্যি সুখেই তো
পড়িমরি করে দুফোঁটা জল গড়াতো
আর আমি হাসতাম...
হাঠাৎ শুনলাম তুমি সুখে নেই
আমারও ঘরে কোনো আলো নেই
আমি প্রতীক্ষায় রইলাম...
মাতাল প্রণয়
তোমার ঐ তপ্ত ঠোঁটে
যখন ভালোবাসা উঠেছিল জেগে
বনফুলের সুবাসে এমন
মৌন মাতাল প্রণয় ছোটেনি আগে।
দখলের নেশায় ঢেউ
জেগে ওঠে রক্ত নদীতে
ডুবে যেতে যেতে ডুবি নাই
নেশার ঘোরে ঘোর লেগেছে সুখের গদিতে।
বিবর্ণ বিষাদ ধুয়ে
অলিক স্বাদ লুঠছো অধরে
হঠৎ ঘুম ভাঙতেই ভীষণ তৃষ্ণা পায়
মধ্য রাতের আদরে।
আদুরে হাত
সাগরের তীরে আছড়ে পড়ে ঢেউ
তেমনি আছড়ে পড়েছিল কেউ,
ভালো লাগা মুঠোয় ধরে
তোর ঠোঁটের পরে ।
তোর ঐ আদুরে দুটো হাত
নেশায় নিমজ্জিত নরম রাত,
নীলিমায় খুঁজিনি কোন চাঁদ
চাঁদের বুকে মুগ্ধ হাত ।
তোর দুটো সুখ ছুঁয়ে নেমেছিল জল
এই সম্পদ রাখব কোথায় বল,
আজো প্রতিদিন আসে প্রভাত
খুঁজে ফিরি আদুরে দুটো হাত ।
Tags:
একক কবিতা