অধিকার
জীবন তো কেড়ে নেবে উচ্ছ্বাসের আবেগের মেঘ
বাতাস ছিঁড়ে খাবে উচ্ছ্বসনে ফোটা বৃষ্টি-ফুল
ঝোড়ো আকাঙ্খার অবিরল সোনা ঝরা বৃষ্টি
নদীরস্রোতের মাঝে ভেসে যাবে না-পাওয়া সুখ ।
কুমারী স্মৃতিগুলো মুছে গেছে বারাণবতের অগ্নি-উত্তাপে
ঘামে ভেজা পথ বেয়ে ক্ষুধাতুর উলঙ্গ শিশুরা
না খেকো উদরে আজ না পেলে কাল কী হবে
বিষন্ন বাঘের মুখে কচি ঘাস অধিকার না কর্তব্য
পাথুরে পথ ভেঙে ভেঙে ঝলসানো মুখ নিয়েই বাঁচা
জীবন পদ্মপাতার জল টলমলে আলোর ঠিকানায়।