অসম্ভবী
রাত্রি..
তুমি ঘুমোলে?
নিস্তব্ধতাটুকু বুকে শুষে?
রাত্রি
ঘুমের মধ্যে তোমার জানলা খোলা..
জানলায় দাঁড়িয়ে থাকে খোলা চাঁদ
আর একাকী জ্যোৎস্না...
বুকে চাঁদনী দোলা পাবে বলেই কি
এত নিশ্চিন্ত...উদাসীন ঘুমের পরিহাস!
রাত্রি... যাকে তুমি আলেয়া ভাব
তা কখনো আগ্নেয়গিরি ও হয়...
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন