Header Ads

Breaking News
recent

মৌমিতা দে

মৌমিতা দে

নবান্ন

ডাকপিয়ন বিলি করছে নবান্নের চিঠি
খামের মুখ খুলতেই একঝাঁক প্রজাপতি
হাসিমুখ ছড়িয়ে দিলো  প্রাচুর্যের ঘরে।
কারো কারো ঠিকানা থাকে না বলে
চিঠিও আসে না তার নামে।
জ্যোৎস্নার ঢল নামবে তবু
শীর্ণা মায়ের বুকে মুখ রেখে কোথাও কোথাও
উন্মুখ উলঙ্গ পথশিশু
দেখবে স্তনের ঘরে পুরো অরন্ধন
জ্বলছে না বুকের উনুন ।
শেষ রাতে চাঁদ ডুবে যাবে
ঘুমন্ত শিশুর হাতে কালো অন্ধকার
ধরা থাকবে এক চিমটে নুন ।Blogger দ্বারা পরিচালিত.