মোঃ মোকলেছুর রহমান



করিওনা হেলা

করিওনা হেলা
মেঘে মেঘে বেলা
গড়িয়েছে বহুদূর,
উঠো ত্বরা করে
ছুটো ঘড়ি ধরে
দেখো মিঠে রোদ্দুর।

পরিচিত কতো
মেতে কাজে শত
দেখো চলে গেলো শীর্ষে,
কেন তুমি বসে?
ব্যর্থতা চষে
সূধীজনে করো ঈর্ষে।

নীতি করো ঠিক
ভেবে দশ দিক
কাজে ঢেলে দাও মন,
মনে পাবে সুখ
কেটে যাবে দুখ
পাবে ধামা ভরা ধন।




একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন