কমল দাস
নমঃ লক্ষ্মী ।
ঘরে ঘরে লক্ষ্মীপূজো, শুরু করো সবে -
টাকা কড়ি ... চল ব্যাঙ্কে ঘুরি, হিসাব তুমি পাবে।
দেখবে, কালো টাকা সাদা হবে চতুরও দৌলতে
রাজা খাবে, মন্ত্রী খাবে শুধু তুমি হাভাতে ।
হাট বাজার দোকান বাকী, কর দিয়া মন
দেশের জন্য কত লোক করবে অনশন!
কাঁচা আনাজ পড়ে রবে গুদামে বাজারে
খাতায় খাতায় হিসাব হবে দাম কম হলে।
খাবার খাবে, টাকা আছে যাদের আলমারীতে
মরবে যত ভুখা মানুষ কি বা হয় তাতে?
লক্ষ্মী পুজোর পরে কর, স্মার্ট ফোনের পূজা
এক গুঁতাতেই ভারত এবার ডিজিটালে সোজা।
পঞ্চাশ দিন না খাইয়া, আমোদিত রবে -
বাঁচিয়া থাকিলে তবেই, ম্যাজিক দেখিবেই সবে!
এই জাদু সেই জাদু , দেখিবে কত রাহু -
ধনে ধন্যে বলিও সবে, নমঃ নমঃ চাদু ।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন