জয়দীপ চক্রবর্তী

  জয়দীপ চক্রবর্তী

যে শব্দস্রোতে ও নিরুত্তাপ 


এভাবেই শব্দহীন তবুও ঋদ্ধ মনপুর জমাট ঋণ
এভাবেই প্রতিদিন তবুও আপোসহীন হোক অন্তহীন
এভাবেই আমাদের একা'একাই একা হওয়া
এভাবেই জানা অজানায় হুঁশ হারিয়ে যাওয়া

এভাবেই আমার অনন্ত দ্বিধাদ্বন্দ্ব বিন্দুতে সিন্ধু
এভাবেই আমার একটাই ইচ্ছা নীরবেই চন্দ্রবিন্দু
এভাবেই বৈশাখ রোদ্দুর ধুইয়ে জলরং চিলেকোঠা
এভাবেই একাকার ভাবনায় ধুকপুক স্কুলের ঘন্টা

এভাবেই হারিয়ে যাওয়া ইচ্ছেমতির জোনাক রাত
এভাবেই ভোরের ঘুম স্বপ্নে ভাঙার তীব্র আঘাত।

এভাবেই আমার বেবাক শেখা খোলাচোখে অন্ধ থাকা
এভাবেই চোরাবালির পতন রুখে জাপটে ধরা বিকেল বেলা
এভাবেই আশ্রয় আর আশ্রম অন্তরপুর আশ্বস্ত বিস্তর ঋণ
এভাবেই শর্ত স্বার্থ বাজার সর্বস্ব বেঁচে থাকাটাই সঙ্গীন

এভাবেই দুচোখ দৃশ্যতই অবিরল রঙ পাল্টানো সময়
এভাবেই জবা আঁকা দুচোখ অবনমন হাত তুললেই সহজ অভয় ...



                              

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.