যে ছেলেটা খাটছে এখন
সেই ছেলেটাই খাবে
খাটার পরে ভাত না দিয়ে
তুমি কেন খাবে ?
তোমার খাবার আনছে যারা
আগে তাদের থালা
তাদের আগে পেটটা ভরুক
পরে তোমার বালা ।
সোজা কথায় কান না দিলে
থালা তোমার যাবে
না খাওয়ালে তোমার থালা
পঞ্চভূতে খাবে ।
তোমার থালা
সবাই মিলে
তোমার খাবার
কেড়ে খেলো
চলবে না আর
থালা নিয়ে
সবার আগে
দাঁড়াও তুমি
আর নয়কো হার ।
তোমার খাবার
নেবে তুমি
কেউ দেবে না
তোমায় ধরে
তুমি যখন
জাগবে তখন
তোমার থালা
উঠবে ভরে ।
খুব ভাল লাগল স্যার। আরও লেখার অনুরোধ রইল।
উত্তরমুছুনApnar lekhar mullayon korar moto jogyota nei.....tobe chirodin apnar vokto chilam,thakbo...chaliye jan sir.....
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন