হরিৎ বন্দ্যোপাধ্যায়

হরিৎ বন্দ্যোপাধ্যায়

পঞ্চভূতে খাবে

যে ছেলেটা খাটছে এখন
সেই ছেলেটাই খাবে
খাটার পরে ভাত না দিয়ে
তুমি কেন খাবে ?
তোমার খাবার আনছে যারা
আগে তাদের থালা
তাদের আগে পেটটা ভরুক
পরে তোমার বালা ।
সোজা কথায় কান না দিলে
থালা তোমার যাবে
না খাওয়ালে তোমার থালা
পঞ্চভূতে খাবে ।


তোমার থালা 

সবাই মিলে
তোমার খাবার
কেড়ে খেলো
                     চলবে না আর
থালা নিয়ে
সবার আগে
দাঁড়াও তুমি
                    আর নয়কো হার ।
তোমার খাবার
নেবে তুমি
কেউ দেবে না
                     তোমায় ধরে
তুমি যখন
জাগবে তখন
তোমার থালা
                     উঠবে ভরে ।




একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

সুচিন্তিত মতামত দিন