শ্রীমন্ত দে
বাঁচার অধিকার
খর্ব হয়েছে অরণ্যের অধিকার
বন্য প্রাণী আজ নিরাশ্রয়
মানুষের অকৃপণ লালসায়
সবুজের অস্তিত্ব বিলুপ্ত প্রায়
যে প্রাণটা চলছে ধুকপুক করে
থেমে যেতে পারে ক্ষণিকে
বাঁচার অধিকারে পড়তে পারে ছেদ
এক লহমায় যাবে সবকিছু থমকে
বাঁচতে দাও আর নিজেও বাঁচো
দেয়া আর নেওয়া চলতে থাকুক
নিজ অধিকারে মাথা তুলে সবে
এই ধরাধামে মিলেমিশে বাঁচুক
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন