খবর আসতে থাকে
ফের বিস্ফোরণ কাবুলে
মৃত ২০, আহত ৩২....
এমন করে একই রকমের খবর আসে
শুধু স্থান বদলায়-সংখ্যা বাদলায়
কখনও কাশ্মীর, কখনও প্যারিস
কখনও ঢাকা, কখনও মিউনিখ...
খুব রাগ হয়-
রাগ জমতে থাকে...
জমতে জমতে একটা পাহাড় হয়ে যায়,
সে পাহাড় আর ডিঙিয়ে যেতে পারি না!
খবর আসতে থাকে
চন্দ্রপ্রভা
তোমার পা যেখানে শেষ হয়েছে
সেখান থেকে শুরু হয়েছে একটি পাহাড়,
দেখে ভ্রম হয়
যেন সে পাহাড়ে নেই একটিও পাথর-শিলা
সম্পূর্ণ সবুজ গাছালিময়,
পাহাড়ের চুড়োকে আবছা করে রাখে মেঘ
তার বুকে জমে আছে ক্লান্তির মত কুয়াশা।
সেই পাহাড় থেকে নেমে এসেছে এক স্রোতস্বিনী
শাদা বকেরা খেলে বেড়ায় তার ফেনিল জলে
নদীটি শান্ত,- তার তরঙ্গে মিশে আছে রাগ চন্দ্রপ্রভা
সে পাথর ভেঙ্গে এগোতে পারেনা- বেশিদূর-
আশ্রয় নেয় তোমার মধ্যে,
তোমার দুই পায়ের মাঝখানে বয়ে যায়-
আমার চন্দ্রপ্রভা,
তোমাতেই তার শেষ।
পারস্পারিক গভীর ক্ষত
তুমি নিজের মত করে কথাগুলোকে সাজিয়ে রাখো
সাজিয়ে রাখো নানান রকম সুরের গান,
সাজিয়ে রাখো রঙ বেরঙের ফুলের তোড়া
আর গোপন অভিমান...
তুমি নিজের মত করে মিথ্যেগুলোকে সাজিয়ে রাখো
সাজিয়ে রাখো যাকিছু স্পর্শকাতর,
তোমার ফেরার পথে সাজিয়ে দেবো
সকল নুড়ি-পাথর...
তুমি আঘাতগুলো সাজিয়ে রাখো
খোলাহাওয়ায় ভাঙ্গতে পারে-
সে-সবকিছু নিজের মত,
আমিও তেমন লুকিয়ে রাখি
পারস্পারিক গভীর ক্ষত...
সুচিন্তিত মতামত দিন