দেবাঞ্জন ঘোষ
নদ - নদীর উপাখ্যান
নদী নাব্যতা হারিয়েছে , নৈসর্গিক রূপ হারিয়ে ফেলেনি। এ রূপে সবই ধার , কোনটা আকাশের থেকে , বাতাসের প্রশ্নে , অনেক অনেক , মুখে মুখে , উত্তরে উত্তরে জর্জরিত । আরো ধারালো প্রশ্নের সম্মুখীন...ভূমিময় নদীতে আর সহবাস সহ্য হয় না। বাধ্য হয়েই সে একদিন যৌনতা খোঁজে। আর মাঝি খোঁজে সেই সুদীর্ঘ পথ , নদের বুকে তার সহবাসের নতুন ঠিকানা।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন