চয়ন ভৌমিক
মাটির নীচের পৃথিবী
ওই যে ও পাশে,
ফুটপাথ ঘেঁসে
পড়ে আছে যে লাশ
তাকে মেরেছে গোপন ষড়যন্ত্র
নিষ্ঠুর চপারের হালকা আড়াই পোচ
বখরার সন্ত্রাস।
এলাইনে এটাই নিয়ম
হয় সহবতে চলো,
একা সব না খেয়ে
হিসাবের দস্তুর মতো
হাতানো বমাল
বাঁটোয়ারা করো।
নচেৎ স্রেফ সাফ হয়ে যাও।
জেনে নাও,
ওই পড়ে থাকা
হাতকাটা বাপির দেহ
উপমার মতো।
এখানে বন্ধু নেই,
কেবলই নাগপাশ
প্রতিটা নিশ্বাসের নাম
এ পথে -
" ঘোর অবিশ্বাস"।।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন