ইদানিং
আমার ভালবাসারা সব
শীতকাল হয়ে
পাতার মত ঝরে যেতে
প্রস্তুত
জমিয়ে রাখা পাঁচশো হাজারের মত
আজ আমি শুধুই
পরিবর্তন যোগ্য
প্রসূতি মেঘের ডাকবাক্সে
ফেলে এসেছি
আত্ম দহনের চিঠি
নেশাতুর বেহাগের জঠর জুড়ে
সিম্বাযোটিক
কলঙ্ক যাপন
কিন্তু মনে রেখো
মেঝের সমান্তরাল লুটিয়ে থাকা
আয়নার ভাঙা টুকরোর মত
ফিরিয়ে দিয়ে যাবো
অন্তিম প্রতিবিম্বটাও
সুচিন্তিত মতামত দিন