অরুণিমা মন্ডল দাস
গরিবের বাস্তব
সরকারী রেশনের পোকা চালের সিদ্ধ ভাত---
মাধ্যমিকের কোচিনের চিৎকারে পাওয়া সেকেন্ড ডিভিশন----
গ্লাশ ধুয়ে জিন্সের প্যান্ট টপের দিকে তাকিয়ে থাকা ---
গ্র্যজুয়েট সেক্রেটারী!
বশের সিগারেটের চৌকিদার--?
পঙ্গু ভিখারী পঙ্গু মালিকের ছেলের বিরিয়ানির হাড়ের দিকে
তাকিয়ে ঢোক গিলছে
মুড়ি ছিটকে পড়ল ডাস্টবিনের পাকা কলার ছালের সংগে
দোষ ভিখারীর নয় দোষ সিস্টেমের--?
গরিবের বাস্তব ভিড়ের লাইনে নির্ধারিত সময়--!
দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশ --?
পার্থক্য ওরা চাকুরে আর এরা পেটের দায়ে---
হার না মানা পাবলিক--?
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন