হে রাষ্ট্র
যে মাটির বুকে হাল গাঁথে নি
আপনি তার বুকে ফসল, দেখতে চান নি ;
হে রাষ্ট্র! পরিতক্ত রাণওয়ের মতো
দিয়েছো কেবল কোটা
জংলা ঘাসও সরাও নি
পেল্লব স্পর্শ দিয়ে,
শুধু 'দ' করে রেখেছো ;
জলের তলায় আলো কৃপণ
কোটা করেছো মানুষ ভাবনি '
করেছো ভোট --সাপ লুডো খেল্
এখন অরণ্যে-ই রিফিউজি
এটাই স্ট্যাটাস ;
চাষে খাটি জমি 'লাই'
যেন রক্ত শুষে জোক,
হে রাষ্ট্র! তুমি একটা ডাঁস
কেবল রক্ত খাও
দিয়েছো স্লাম--ডগ আর সর্ব্বনাসি ভুখ্ ;
তোমার রেশন আছে
ক্যানেল কর আছে
জল নেই কেবল দ্যায় ক্যাডারকে সুখ ;
মোমবাতি নেই
লাল কলম নেই
রাষ্ট্র! তুমি পুঁজিবাদের ভুখ;
আমি দৃশ্যত, শুধু ভোটার এপিক...
আবহমান কৃষকনামা
ওই দূরের ছেলেপোঁতার(ডাঙা) বুক,
আমাকে ডাকে-
একটা সফল আত্নহনন আছে,
ওই শ্যালমারার পাড়---ছেলেপোঁতার বুকে...
যে মাটির বুক, 'চেঁড়ে' নাই
কোনদিন চাষা,
আমি তার বুকে---
নাব্যতা মাপতে চায় ;
কেন হাল হয় ভোঁতা --- মুঠো আলস,
তার হিসাব ---
কেউ... তো রাখে না!
শুধু এঁটেল মাটির গুঁটিগুঁটি
বিস্বাদ ওঠে ফেনিয়ে ,
ওই বানজারা---ছেলেপোঁতার বুকে ;
শুধু নিরাশার 'প্যাজন' (বোঝা) কেঁপে কেঁপে ওঠে,
অনেক সেঁদো কান্না
ডুকরে ওঠে কেঁদে ;
চাষও নেই, সাঁজো কাদান নেই,
পরিন্দা দেওয়াও নেই,
শুধু অবশ, অসফল চাষের ইতিহাস...
ঘাস হয়ে জাগে ;
তাই এখন আর
প্রেমে পড়ি না,
শুধু লাঙল-জীবন
আর কেঁদেচোরা রাত্রির সাথে---
অসফল সঙ্গম করি ;