শরীফ তমাল
আমিই ছিলাম আমার নিয়তির নেপথ্য কারিগর
আমি জানতাম এই দিনটা আসবে
এই দিনটা আসতোই, কারণ-
আমিই ছিলাম আমার নিয়তির নেপথ্য কারিগর
আর জানতাম বলেই আহাজারী কম
চোখে ভিজে উঠেও উঠলো না
সময় একটা অদ্ভুত ব্যাপার
সবচে আর্দ্র সময়ে পাথর করে ফেলে মানুষকে
সেই মানুষটার প্রতি এই মুহুর্তে আমার ক্ষোভ নেই-
যার কারণে আমার একটা যৌবন সাদা হয়ে গেলো
আজ আমি সেই মানুষটার প্রতি অভিমানের কথা বলবো না
অনাগত দিনে যার প্রতিটা সংলাপে লেখা থাকবে তুমুল বিষাদ...
কারণ, আজকের আমি অনেক বিনিদ্ররাতের প্রস্তুতির ফসল
আজকের আমি সেই ঝরে যাওয়া মানুষটার নিরেট ফসিল
প্রতিটা অস্থিসংযোগে যার নির্লিপ্ততার অমোঘ নির্দেশ
আমি জানতাম এই দিনটা আসবেই
এই দিনটা আসতোই, কারণ-
নিয়তির নেপথ্য কারিগর হয়ে আমি নিজেই লিখছিলাম
গল্পের শেষটায় আমি অনুভুতি শূন্য হবো ...
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন