সুমন কুমার সাহু
জীবন সংগ্রাম
মেঘলা আকাশ ছেয়ে
ঝির ঝির সারাদিন
বেলা বয়ে যায় নদীর জলে
যাত্রা অন্তহীন ।
ঢেউ ওঠে মনে
ঢেউ ভাঙে মনে
বয়ে যায় স্রোত মন সাগরে
একলা নাওয়ে বসে
শক্ত হাল ধরে
সময় ফেরি পারাপারে।
ভালবাসার আকাশ মেঘ ভাঙ্গা রোদে
মন মাঝি ক্যানভাস জীবন সংগ্রামে ।।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন