অস্তিত্ব রক্ষা
আকাশে তারাদের ভীর, এলোমেলো -
যেন বিপাকে ফেলার রণক্ষেত্র
এতবড় সামরিক মৌন মিছিল প্রতীক্ষায়
নিস্তব্ধ তাদের এই প্রতিবাদের ঢ্ল
অবাক করে আমাকে
ভীষণ অন্ধকার বুকে নিয়েও
আশার প্রদীপ জ্বল জ্বল করে কিভাবে
রাত বাড়ে দুঃখের ব্যাপ্তিতে
কান্নার শব্দ তখনো দগদগে,
থিতিয়ে পড়া জলকণা নিয়ে মেঘ
আজ একটু আড়াল
এসবই ক্ষয়িষ্ণু চোখের ইতিহাস।
এখানে আবাল বৃদ্ধ বণিতা
রাতের পর রাত জাগে
জ্বলে সমবেত মিছিলের মশাল
যন্ত্রনার কালো রঙ ঘুচে যাবে
প্রানহীন লাশেদের মুখে আলো
হারিয়েছে যারা কোনো সময়ে
এ সমাবেশ তাদেরই
চাপ বাড়ানোর কূটনীতি।