মিলনরাত্রী পোহালে
তারপর তারা দুদিকে ছিটকে গেল ।
গায়ে লেগে থাকা রেণু বলে দিচ্ছিল কী ভীষন আলাদা মানুষ তারা। এখনও দেখা হয় বাসে রাস্তায়।
ঠিকানা জানতে চায় তৃতীয় ব্যক্তির। গল্পটা সিকিতে হারিয়ে গেল। কেউ কিনতে চায়নি ট্রাজেডি। কমিক রিলিফ ভাগ্যিস দূর থেকে ডাকে। টিকে থাকে হলুদ হেমন্ত বামন ইচ্ছের ভঙ্গুর হাসির খান খান।
এখানে লাজুক বাড়ি এক শব্দখোর মানুষের। এখানে ব্যারিকেড করা কয়েক পেগ বাতিক। আশকারা পাওয়া নেশাখোর এক হল্লাবাজ মনে হলে গজল গায়। রাতের ধুন ছিঁড়ে শবনম কোকুনের দিকে আঙুল বাঁকিয়ে হাসে। ক্যাকোফনি হয়ে যায় চাওয়ার লজ্জা। একটা পোড়া গন্ধ চেপে দেয় সুদূরপ্রসারী ছাতিমগন্ধের তীব্রতা। কারণ নেই তবু হারিয়ে যেতে ইচ্ছে করে।
কেউ বুঝি ডাকবে ফিরে ভেবে চুপিচুপি কান পেতে থাকে।
গায়ে লেগে থাকা রেণু বলে দিচ্ছিল কী ভীষন আলাদা মানুষ তারা। এখনও দেখা হয় বাসে রাস্তায়।
ঠিকানা জানতে চায় তৃতীয় ব্যক্তির। গল্পটা সিকিতে হারিয়ে গেল। কেউ কিনতে চায়নি ট্রাজেডি। কমিক রিলিফ ভাগ্যিস দূর থেকে ডাকে। টিকে থাকে হলুদ হেমন্ত বামন ইচ্ছের ভঙ্গুর হাসির খান খান।
এখানে লাজুক বাড়ি এক শব্দখোর মানুষের। এখানে ব্যারিকেড করা কয়েক পেগ বাতিক। আশকারা পাওয়া নেশাখোর এক হল্লাবাজ মনে হলে গজল গায়। রাতের ধুন ছিঁড়ে শবনম কোকুনের দিকে আঙুল বাঁকিয়ে হাসে। ক্যাকোফনি হয়ে যায় চাওয়ার লজ্জা। একটা পোড়া গন্ধ চেপে দেয় সুদূরপ্রসারী ছাতিমগন্ধের তীব্রতা। কারণ নেই তবু হারিয়ে যেতে ইচ্ছে করে।
কেউ বুঝি ডাকবে ফিরে ভেবে চুপিচুপি কান পেতে থাকে।
সুচিন্তিত মতামত দিন