বিউটি সাহা
"হাসির রেখা"
ক্ষয়ে যাওয়া এক ভঙ্গুর সমাজ
তার ভবিষ্যৎ চিন্তা করলে
শিউড়ে ওঠে সারা শরীর।
সম্মান নেই,সম্ভ্রম নেই ,
আছে শুধু লোভ লালসা ঘৃণা।
শুধু একে অপরকে টেক্কা দিয়ে
নিজের অপার সুখের সন্ধান।
শুধু এভাবেই কি বেঁচে থাকা?
এভাবেই কি নিজেকে সুখী করা?
নিজের ভোগবিলাস আর আনন্দ থেকে ছোট্টো একটু ত্যাগ-কি অসম্ভব সুখ তাতে।
নিজের খাবারের থেকে একমুঠো অন্ন বা একটি কাপড়
অন্তত একটি মানুষের মুখে হাসির রেখা তো ফুটিয়ে তুলবে।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন